বড়লেখা প্রতিনিধি :;
বড়লেখায় ফার্মেসীতে কর্মরত জনবলের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় বড়লেখা উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এতে উপজেলার ৬০ জন ফার্মেসী মালিক ও ফার্মাসিস্ট অংশগ্রহণ করেন।
ওষুধ প্রশাসনের মৌলভীবাজার জেলা তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ^াস ও সাংবাদিক আব্দুর রব। স্বাগত বক্তব্য দেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। এসময় প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহ সভাপতি করুনাময় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ তপন দেবনাথ, প্রচার সম্পাদক দীলিপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।#
Leave a Reply