বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় ঋণের টাকা পরিশোধ করতে বোনের বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও টাকা লুটের শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ ফারুক আহমদ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ন’টার দিকে উপজেলার সুজাউল চন্ডীনগর গ্রামে। আর্তচিৎকারে স্বজন ও এলাকাবাসী আহত হাফেজ ফারুক আহমদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তিনি এক দৃর্বৃত্তের নাম উল্লেখ ও আরো দুইজনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজ ফারুক আহমদ মাস দেড়েক আগে স্থানীয় কাঠ ব্যবসায়ি কামাল আহমদের নিকট বসত বাড়ির বিভিন্ন প্রজাতির দ্ইু লাখ টাকার গাছ বিক্রি করেন। ওই টাকায় তিনি ছেলেকে মধ্যপ্রচ্যে পাঠান। কামাল আহমদ ২০-২৫টি গাছ কেটে নেওয়ার পর প্রতিবেশির আপত্তিতে অবশিষ্ট গাছ নেওয়া বন্ধ করে দেন। টাকা ফেরতের চাপ দেওয়ায় তিনি দিশেহারা হয়ে ওঠেন। কামালের চাপে হাফেজ ফারুক আহমদ আপন বোনের কাছে টাকা ধার চান। বৃহস্পতিবার রাতে জুড়ীর কচুরগুল বোনের বাড়ি থেকে দেড় লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে আসতেই রাতের আঁধারে দুর্বৃত্তরা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। গলায় মাফলার পেছিয়ে তাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তারা সাথে থাকা দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, হামলা ও টাকা লুট সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত শুরু করেছেন। পাশাপাশি আসামী গ্রেফতারেরও চেষ্টা চালাচ্ছেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply