বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় সরকারি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক্সকেভেটর চালক রুহুল আমিন মনাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মনা পাবনার মো. খুর্শিদ শেখের ছেলে।
বুধবার দুপুরে বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় ভিপি বন্দোবস্তিয় কৃষি জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন।
সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, ‘সরকারি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির গোপন সংবাদ পান। পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি কাটায় নিয়োজিত এক্সকেভেটর চালককে এক লাখ টাকা জরিমানা করেন। প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#
Leave a Reply