বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের ডিগ্রি (পাস) ২য় বর্ষের শিক্ষার্থী ও দুর্বার মুক্ত স্কাউট দলের সিনিয়র সদস্য সাদেক আহমদ (২৫) ক্যান্সার আক্রান্ত হয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ছয়টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সাদেক উপজেলার তালিমপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। এদিকে তরুণ স্কাউট সদস্য সাদেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
জানা গেছে, সাদেক দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় তার অবস্থার কোনো উন্নতি হয়নি। বুধবার সকাল সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। বুধবার আসরের নামাজের পর তালিমপুর বড়মসদিজ প্রাঙ্গণে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন জানান, দুর্বার মুক্ত স্কাউট দলের সিনিয়র সদস্য সাদেক খুব ভালো ও পরোপকারী ছিল। সে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল। তার আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131
Leave a Reply