বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় পল্লীবিদ্যুতের লাইনম্যানের যোগসাজসে বিয়ে বাড়ির আলোকসজ্জায় অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করেছে পল্লীবিদ্যুৎ সমিতি। রোববার দুপুরে পল্লীবিদ্যুতের ডিজিএম স্বাক্ষরিত জরিমানা পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে ওই গ্রাহকের বাড়িতে। রোববারের জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘বড়লেখায় বিয়ে বাড়িতে অবৈধ বিদ্যুতে জাঁকজমকপূর্ণ লাইটিং’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে স্থানীয় বিদ্যুৎ বিভাগ বিধি মোতাবেক ব্যবস্থা নিতে তৎপর হয়।
জানা গেছে, লাইনম্যান রেজাউল করিম নিয়মনীতির তোয়াক্কা না করে বৃহস্পতিবার রাতে পৌরশহরের সিও অফিস এলাকায় এক বিয়ে বাড়িতে সড়ক বাতির সুইচ থেকে হুকিং সিস্টেমে অবৈধ সংযোগ দেন। বিষয়টি পল্লীবিদ্যুতের ডিজিএমের নজরে আসলে শুক্রবার রাতে তিনি এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন।
বড়লেখা পল্লীবিদ্যুতের ডিজিএম মো. এমাজুদ্দিন সরদার জানান, অবৈধ সংযোগ নেয়ার দায়ে সংশ্লিষ্ট গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে লাইনম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।#
Leave a Reply