বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :: সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় , কুড়িগ্রাম খামার ব্যবস্থাপক মোঃ শামসুজ্জামান ও সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা।
এ সময় কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানায় ,কুড়িগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের আওতায় ৯ উপজেলায় গত ২০১৯-২০ অর্থবছরে মৎস্য উন্নয়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে।
এইবেলা/বি
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply