বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা মঙ্গলবার রাতে কাঁঠালতলী বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
থানার এসআই জাহেদ আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, কাঠালতলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ইউপি সদস্য আব্দুল আলিম, হিফজুর রহমান মান্না, আলতাফ হোসেন, ব্যবসায়ী সামুন আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পুলিশের সেবাকে জনগণের দৌড়গোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। এলাকায় চুরি-ডাকাতি, মাদক, জুয়াসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশকে দ্রুত অবগত করতে। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে এলে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply