বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে আদালতের আইনজীবিবৃন্দ, আদালত কর্মচারি, আদালত পুলিশ ও আইনজীবি সহকারিরা বন্যাদুর্গতের পাশে দাঁিড়য়েছেন। সম্প্রতি উপজেলার বন্যাদুর্গত সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি, দশঘরি ও তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের ৪ শতাধিক পানিবন্দি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার ১০ ইউনিয়নের ৫টির সম্পুর্ণ এলাকা ও অপর ৫ ইউনিয়নের অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এছাড়া পৌরসভা এলাকারও ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ১৫ দিন ধরে উপজেলার অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বন্যাদুর্গদের জন্য খুলা হয়েছে ৫২টি বন্যা আশ্রয়কেন্দ্র।
বন্যার্তদের অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ জিয়াউল হক, এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র আইনজীবি মো. আফজল হোসেন, অ্যাডভোকেট হারুন অর রশীদ, অ্যাডভোকেট জিল্লুর রহমান, এডভোকেট শৈলেশ চন্দ্র রায়, আদালত পুলিশের সিএসআই মুজিবুর রহমান প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply