বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় ভাঙ্গন রোধে রাস্তার পাশে বেড়া দেয়া নিয়ে বিরোধের জেরে সাইদুল ইসলাম সাজু নামক স্কুল শিক্ষকের নেতৃত্বে সঙ্গবদ্ধভাবে হামলা চালিয়ে ৫ ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এদের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামে।
এঘটনায় আহতদের স্বজন রিয়াদ হোসেন মারুফ বুধবার বিকেলে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুল ইসলাম সাজুকে প্রধান আসামি করে প্রতিপক্ষের ১০ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
আহতরা হলেন- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত মনোহর আলীর ছেলে আবুল হোসেন বুলু, মুহিবুর রহমানের ছেলে আহমদ উল্লাহ, মৃত আকিব আলীর স্ত্রী ছালেহা বেগম, আবুল হোসেন বুলুর স্ত্রী মিলন আক্তার ও মেয়ে হানি বেগম। আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আহত আবুল হোসেন বুলুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আবুল হোসেন বুলু ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ির একাংশের উঁচু ভিটার ভাঙ্গনরোধে রাস্তার পাশে বাঁশের বেড়া দিতে যান। এসময় প্রতিবেশি স্কুলশিক্ষক সাইদুল ইসলাম সাজু, তাজুল ইসলাম, আবুল কাশেম, বিলন উদ্দিন, ফয়সল আহমদ, রয়েছ আহমদ গংরা বাধা দেন। তর্কতর্কির একপর্যায়ে তারা দা, কিরিছ, লোহার রড, শাবল ও লাঠি দিয়ে আবুল হোসেন বুলু পক্ষের ওপর হামলা চালালে ৫ ব্যক্তি গুরুতর আহত হন।
Leave a Reply