বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত ৩ দিন ব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমপানি সভা শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
মেলায় সেরা ষ্টল দাতার পুরস্কার অর্জন করেছেন এবারের বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারের (পদকের) জন্য নির্বাচিত বৃক্ষপ্রেমিক উপজেলা কৃষকলীগের সহসভাপতি সোনাহর আলী। দ্বিতীয় ষ্টল দাতা নির্বাচিত হয়েছে দুর্বার মুক্ত স্কাউটদল। এছাড়া তৃতীয় সেরা ষ্টল নির্বাচিত হয়েছে কৃষি প্রযুক্তি ও খামার বাড়ি নার্সারী, চতুর্থ হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পঞ্চমস্থান অর্জন করেছে লতা নার্সারী।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনি সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বৃক্ষরোপনে এবারের জাতীয় পুনস্কারের জন্য নির্বাচিত মেলার সেরা ষ্টলদাতা সোনাহর আলী, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
Leave a Reply