বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামী ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠিত শিশুশিক্ষা একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে রোববার দুপুরে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
একাডেমি পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রাহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক তারেক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল করিম (সিআইপি), একাডেমির প্রতিষ্টাতা প্রিন্সিপাল ও বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রাইম ব্যাংকের বড়লেখা শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, একাডেমির সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, ডিএসবির সদস্য কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি, একডেমির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ফারুল, সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল আব্দুল হক।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রিন্টু মালাকার, সাইফুর রহমান কামরান, মইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, শেলিনা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা রুহুল আমীন।
Leave a Reply