বড়লেখা প্রতিনিধি :
বড়লেখায় জামে মসজিদ প্রাঙ্গণে হত্যা চেষ্টা মামলার রায়ে প্রধান আসামী উপজেলার তালিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শাহীন আহমদসহ ৩ আসামীকে আদালত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে অপরাহ্নে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
রায় ঘোষণার সময় মামলার দণ্ডিত প্রধান আসামী ইউপি মেম্বার শাহীন আহমদ ও ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদ আদালতে উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামী ছফর উদ্দিন পলাতক ছিলেন। বিকেলে আদালত পুলিশ দণ্ডিত আসামীদের কারাগারে প্রেরণ করেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের মৃত রহমত আলীর ছেলে মিলন আহমদ জুম্মার নামাজ পড়ার জন্য গ্রামের জামে মসজিদে যান। পূর্ব বিরোধের জেরে ইউপি মেম্বার শাহীন আহমদের নেতৃত্বে সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মসজিদ প্রাঙ্গণে দা দিয়ে কুপ দিলে মিলন আহমদের মাথায় রক্তাক্ত জখম হয়। তার চিৎকারে আহত বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মঞ্জুর আলমসহ স্বজনরা গুরুতর আহত হন। এঘটনায় আহত মিলন আহমদ ইউপি মেম্বার শাহীন আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নম্বর-সিআর-২৫৫/১৬) করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত মামলার প্রধান আসামী বর্তমান ইউপি মেম্বার শাহীন আহমদ ও ছফর উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদকে ৩২৩ ধারায় ১ বছর ও ৩৭৯ ধারায় ২ বছরসহ মোট ৩ বছরের সশ্রম কারাদÐ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইকরাম হোসেন জানান, এ মামলার দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে তিন আসামীর বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিজ্ঞ আদালত প্রধান আসামী শাহীন আহমদ ও পলাতক আসামী ছফর উদ্দিনের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ডের এবং ৩ নম্বর আসামী কাইয়ুম আহমদের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply