এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহনন করেছে। মৃত ওই যুবকের নাম জোবায়ের আলম জয় (২৫) । সে উপজেলার চন্দ্রখানা গ্রামের কলেজ টারী এলাকার আমির হোসেন মাস্টারের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিল। রবিবার (২ আগস্ট ২০২০) দুপুরে সে শেখ হাসিনা ধরলা সেতুতে গিয়ে সেতু থেকে নদীতে লাফ দেয়। স্থানীয়রা জানতে পারলে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার পর স্থানীয়রা সহ ২ ঘন্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, জোবায়ের অালম জয় নামের একজন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন যুবক শেখ হাসিনা ধরলা সেতু থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছেন। নিহতের মরদেহ ফুলবাড়ী হাসপাতালে রয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply