কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় (জাইকা) এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও লাঘাটাছড়াছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যকরি পরিষদ ও ৪টি উপ কমিটির সদস্যদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার বিকেলে সমাপ্ত হয়েছে।
গত মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার। লাঘাটাছড়াছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, সোসিওলজিষ্ট তাসলিম ফেরদৌস, মো: মাহবুবুর রহমান, জেন্ডার বিশেষজ্ঞ আইরিন সুলতানা, এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শহীদুর রহমান সিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিত রায়, উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার হোসনে আরা তালুকদার প্রমুখ। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়।#
Leave a Reply