কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পিক আপের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটের সময় কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের ভটেরমিল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সবজি ব্যবসায়ী সুধন মালাকার (৬২) মুন্সীবাজার থেকে সিএনজি করে নিজ বাড়ী ফিরছিলেন। ভটেরমিল এলাকায় তিনি সিএনজি থেকে নেমে রাস্তা পার হবার সময় পিছন দিক থেকে প্রাণ কোম্পানীর (ঢাকা মেট্রো-ন ১৬-৩৫৩৬) একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করনে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেছে।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন করা হবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply