বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের হাটবন্দে তেলের মধ্যে মৃত তেলাপোকা, দিয়াশলইয়ের কাঠিসহ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয়দ্রব্য উৎপাদন ও বাজারজাত করণের দায়ে ‘লক্ষী মিষ্টি ঘর’ ও ‘জনতা মিষ্টি ঘর’ নামক দুই মিষ্টি কারখানার মালিক বিকাশ পাল এবং পাপন পালকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় বড়লেখা থানার এস.আই জাহেদ আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, দণ্ডিত প্রতিষ্ঠানদ্বয়কে মানসম্মত ও উপযুক্ত পরিবেশ তৈরি ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্যসামগ্রীর উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply