বড়লেখা প্রতিনিধি:;
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের পাঠ্যবই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। উন্নত পরিবেশে লেখাপড়ার জন্য বিল্ডিং নির্মাণ করে দিচ্ছে। এর আগের কোন সরকার এভাবে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিতে পারেনি। শুধু স্কুলে নয়, মাদ্রাসার শিক্ষার্থীদেরও বই দেওয়া হচ্ছে, ভবন তৈরী করে দেওয়া হচ্ছে। সরকার শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বাড়িয়ে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে নিতে হলে সর্বাগ্রে জাতিকে শিক্ষিত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় শুধু গোল্ডেন এ প্লাস পেলে হবে না। মুখস্ত বিদ্যা অর্জন করে কোন লাভ হবে না। তোমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষায় একজন মানুষ নিজে আলোকিত হতে পারে, পরিবারকে আলোকিত করে এরকম শিক্ষায় শিক্ষিত হতে হবে।
পরিবেশমন্ত্রী রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের আনুভূমিক ও ঊর্ধ্বমুখি সম্প্রসারিত দুইতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভবনটি নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু।
সাঈব আহমদ ইয়াছের ও আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আফজাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার প্রমুখ।
Leave a Reply