বড়লেখা প্রতিনিধি::
বড়লেখায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ পৃথকভাবে জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও শিক্ষার্থী ঐশী পাল।
ইউএনও (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারীশিক্ষা একাডেমি অনার্স কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মঈন উদ্দিন, নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন প্রমুখ।
Leave a Reply