বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা রেঞ্জের আওতাধীন বনাঞ্চলে (রিজার্ভ ফরেস্ট) আগুন, ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামুলক সভা শনিবার বিকেলে সমনবাগ বিটের জামকান্দি বাজারে অনুষ্ঠিত হয়। ফায়ার স্ট্রাইকিং ফোর্স সিলেট বনবিভাগ এর আয়োজন করে। সভায় বনাঞ্চল সংলগ্ন নানা শ্রেণী পেশার অধিবাসীরা অংশগ্রহণ করেন।
হঠাৎ বনে আগুনের সূত্রপাত ঘটলে তাৎক্ষণিক করণীয় বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বনবিভাগের ফায়ার স্ট্রাইকিং ফোর্সের দলনেতা ও কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, বড়লেখা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও ফায়ার স্ট্রাইকিং ফোর্সের সদস্য শেখর রঞ্জন দাস, জুড়ী রেঞ্জ কর্মকর্তা ও ফায়ার স্ট্রাইকিং ফোর্সের সদস্য মো. আলাউদ্দিন, বড়লেখা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. জাকির হোসেন সরকার, ইউপি সদস্য সুজন আহমদ, সিএফএমসির সভাপতি মো. আলাউদ্দিন প্রমুখ।
Leave a Reply