বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির ৪টি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কাটার ঘটনায় আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক শুনানি শেষে এই আদেশ দেন। উপজেলার বেরেঙ্গা খাসিয়া পুঞ্জির ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পক্ষে অলমি খাসিয়া মামলাটি করেছেন।
মামলার তিন আসামি হলেন- আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিন (৫৫), বাগানের পাহারাদার নুর উদ্দন (৩২) ও আব্দুস সামাদ (৩০)। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সুব্রত কুমার দত্ত বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘পান-সুপারির গাছ কাটা এবং চাঁদা দাবির ঘটনায় আদালত ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে বড়লেখা থানার ওসিকে মামলা নিতে নির্দেশ দিয়েছেন।’
উল্লেখ্য, গত সোমবার (৮ মে) বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির চারটি পানজুমের ৩ হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কেটে ফেলা হয়। এঘটনায় চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। তবে ওই অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে খাসিয়ারা অসহযোগিতার অভিযোগ তুলে রোববার শাহবাজপুর বাজারে মানববন্ধন করেন। তারপরও মামলা রেকর্ড না হওয়ায় বুধবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন ভোক্তভোগী অলমি খাসিয়া।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply