নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা খাতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। স্বাধীনতার ৫০ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় দেশের স্বাস্থ্য সেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের মানুষ আজ অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পুরণ করতে পারছেন। এছাড়া সংক্রামক রোগ-প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল, অসংক্রামক রোগগুলোর ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী।একই সাথে পুষ্টির উন্নয়ন, স্বাস্থ্য সূচকগুলোর ব্যাপক অগ্রগতি এবং স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছেনম বহুদুর। ]
বুধবার (২৪ মে) আত্রাই নওগাঁর পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রজেক্টরের মাধ্যমে গর্ভবতী মায়ের সেবা বিষয়ে বিস্তারিত বিবরণী উপস্থাপন করেন মাতৃস্বাস্থ্য প্রোগ্রাম ম্যানেজার এম সি এইচের উপ পরিচালক ডা: জাহাঙ্গীর আলম প্রধান। কর্মশালায় অন্যদের মধ্যে পরিবার পরিকল্পনা নওগাঁর উপ-পরিচালক আনোয়ারুল আজিম, আত্রাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম,উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহকারী পরিচালক(সিসি)নওগাঁর কামরুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি,ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, নাজমুল হক নাদিম, খবিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, সহকারী অফিসার আব্দুল কাদের।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা: মৌসুমী খাতুন।
বক্তারা স্বাস্থ্য সেবা খাতকে এগিয়ে নিতে সেবাদানকারীদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply