বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় লোকালয়ে ফাঁদে আটক মেছোবাঘ (মেছোবিড়াল) উদ্ধার করে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছে বনবিভাগ। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামে সামছুজ্জামানের বাড়িতে শুক্রবার রাতে লোহার খাচায় মেছোবাঘটি আটকা পড়ে। প্রায় এক সপ্তাহ ধরে এটি আশপাশের লোকজনের গৃহপালিত মোরগ-হাঁস সাবাড় করছিল। শিয়ালের কাÐ মনে করে সামছুজ্জামান ফাঁদ পেতে রাখেন।
শনিবার সকালে শিয়ালের ফাঁদে মেছোবাঘ আটকা পড়তে দেখে সামছুজ্জামানের বাড়িতে উৎসুক জনতা ভিড় করেন। অনেকেই মেছোবাঘটিকে মেরে ফেললে উদ্যত হলে স্থানীয় ওয়ার্ড মেম্বার আনিছ আহমদ তাদের বাধা দিয়ে বনবিভাগে খবর দেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ২০০৮ সালে মেছোবিড়ালকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করেছে।
পরিবেশকর্মীরা জানিয়েছেন, মেছোবিড়াল মূলত খাল, বিল ও ঝোপঝাড়ে বসবাস করে। এরা মূলত মাছসহ বিভিন্ন ধরনের ছোটখাটো প্রাণী খেয়ে বেঁচে থাকে। কখনও সুযোগ পেলে গৃহপালিত হাঁস-মোরগও ধরে নিয়ে যায়।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, খবর পেয়ে কয়েকজন কর্মচারি নিয়ে দুপুরে তিনি অক্ষত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন। উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের নির্দেশে বিকেলে এটিকে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply