রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মহিলা সংস্থা কুড়িগ্রামের আয়োজনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন কর্মশালা ও প্রশিক্ষানীর্থদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ২৩ জুলাই সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছলাম হোসেন সওদাগর, জাতীয় সংসদ সদস্য ২৫,কুড়িগ্রাম-১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুড়িগ্রাম, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পুলিশ সুপার কুড়িগ্রাম, মোস্তফা জামান, চেয়ারম্যান উপজেলা পরিষদ নাগেশ্বরী, ফারজানা জাহান, উপজেলা নির্বাহী অফিসার নাগেশ্বরী,সভাপতিত্ব করেন আহাম্মেদ নাজমীন সুলতানা, সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয় কুড়িগ্রাম, আমিনুল ইসলাম, জেলা কর্মকর্তা মাঠ সমন্বয়কারী প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ চন্দ্র বর্মন ,তোফাজ্জল হোসেনে, বেলায়েত হোসেন, মোহছেনা আক্তার , লাভলী পারভীন, জান্নাতুন খাতুন বেবী।
অনুষ্ঠানে ১৫০ জন প্রশিক্ষানার্থীদের চেক প্রদান করা হয়েছ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইউরেকা পারভীন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাহাঙ্গীর আলম, প্রভাষক সরকারী কলেজ নাগেশ্বরী।#
Leave a Reply