এইবেলা, কুলাউড়া :: পানির স্থাপনা ,গভীর অগভীর টিওবয়েল,ড্রাগ ওয়েল,পাতকূয়া রেইন ওয়াটার হারভেষ্টিং বা ব্যবহার যোগ্য পুকুরসহ সকল পানি নিরাপদ ও পানির উৎসকে নিরাপদ ব্যবহার যোগ্য রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা অপরিহার্য । নিরাপদ পানি পাওয়ার জন্য পানির স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী । পানির স্থাপনার জায়গা পরিস্কার পরিচ্ছন্ন না হলে নিরাপদ পানি পাওয়া কঠিন হয়ে উঠবে। নলকূপের যায়গা নিরাপদ থাকলে পানি নিরাপদ থাকবে “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ উদ্ভোদনে বক্তারা এ আহব্বান জানান।
পানির স্থাপনা ও ব্যাবহারের পানি নিরাপদ রাখতে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়ায় তিন দিন ব্যাপী “সেইফ ওয়াটার ক্যাম্পেইন” শুরু করেছে। ডিপিএইচই উপজেলা কর্মকর্তা প্রকৌশলী মোঃ মহসিন এ ক্যম্পেইনের উদ্ভোধন করেন।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন পানির স্থাপনা নিরাপদ ব্যবহারযোগ্য রাখতে জন সচেতনতা বাড়াতে হবে, জীব জগতের সকল প্রানীর বেচে থাকার অবলম্বন ও প্রধান উপকরণ পানিকে নিরাপদ রাখতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। সামান্য অবহেলা ও অসতর্কতার অভাবে মূল্যবান ও জরুরী পানির স্থাপনা গুলো অকেজো হয়ে নষ্ট হয়ে না যায় সে জন্য মানুষ কে সচেতন করে তুলতে হবে।
তিন দিন ব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় জন সচেতনতা সৃষ্টি করতে মাইকিং, ইষ্টিকার ,লিপলেট বিতরণ, উপকারভোগীদের অংশগ্রহনে আর্সেনিক মুক্ত পানির স্থাপনার আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা করা , প্রকল্প এলাকার সিলেক্টকৃত কিছু নলকূপ মেরামতসহ ব্যবহার যোগ্য কিছু পুকুর পরিস্কার করা হবে।
জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) কুলাউড়া উপজেলার কাদিপুর, কুলাউড়া,বকশিমইল ও রাউৎগাঁও ইউনিয়নে নিরাপদ পানি,উন্নত স্যানিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে।#
Leave a Reply