ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ ক্যাম্পাস সংষ্কারের ১৮দফা দাবি নিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলো সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিটার শিক্ষার্থীরা রাজধানীর পান্থপথে গিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করলে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল শিক্ষার্থীদের সাথে কথা বলে বসার দিনক্ষন ঠিক করেন।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, মিটিং এর সিদ্ধান্ত ক্রমে গভর্নিং বডির মিটিং ডেকে গত ৭ই অক্টোবর, ২০২৪ইং তারিখ ক্যাম্পাসের পাঠদান কার্যক্রম পুনরায় স্বাভাবিক করে দেয়া হয় ও সকল দাবিদাওয়া ধীরে ধীরে পূরণ করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।
শিক্ষার্থীদের ১৮দফা দাবিতে চলমান একটি (০১) ইন্সটলমেন্টে ৫০% (চৌদ্দ হাজার পাঁচশত টাকা) ওয়েভারের বিষয়টি উল্লেখ থাকলেও ওয়েভারের বিষয়ে নিটার প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তিতে ২৫% (৭ হাজার দুইশত পঞ্চাশ টাকা) এর সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পরপরই শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে এবং নিটার প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের কঠোর সমালোচনা করতেও দেখা যাচ্ছে।
এবিষয়ে নিটারের দ্বাদশ ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শিক্ষার্থী জহিরুল ইসলাম প্রান্ত’র সাথে কথা বলে জানা যায়, সাধারণ শিক্ষার্থীদের ৫০% ওয়েভার এর দাবি তে মিললো ২৫% যেখানে কী না বর্তমান পরিস্থিতি তে বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও ওয়েভার দেওয়া হয়েছে শুধু নিটারে আন্দোলন করে নিতে হলো তাও ৫০% এর জায়গায় ২৫% এতদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের পিপিপি বলে ধোকা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply