এইবেলা, কুলাউড়া :: বিশ্ব টয়লেট দিবস বা বিশ্ব শৌচালয় দিবস, প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী জাতিসংঘের একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক দিবস, যা বিশ্বব্যাপী টয়লেট বা স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, বিশ্বব্যাপী স্যানিটেশন সংকটকে তুলে ধরা ও পয়ঃনিষ্কাশন সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের অনুপ্রেরণা যোগায়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে " টয়লেটসঃ এ প্লেইস ফর পিস” বা টয়লেট শান্তির একটি জায়গা।
বেসরকারী উন্নয়ন সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক টয়লেট তথা উন্নত স্যানিটেশন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্বাস্থ্যসম্মত করতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে।
এ উপলক্ষে কুলাউড়া উপজেলার ভুকশিমইল, কাদিপুর, কুলাউড়া ও রাউতগাও ইউনিয়নে স্কুল ক্যম্পেইন, পথসভা, উঠান বৈঠক ও কমিউনিটির অংগ্রহনে টয়লেট পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
ভূকশিমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা মূলক প্রচারনা ও আলোচনার মাধ্যমে দিবস উদযাপন উদ্বোধন করেন ভূকশিমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দীন, শুভেচ্ছা প্রদান করেন শারমিন আক্তার, বিশ্ব টয়লেট দিবসের তাৎপর্য তুলে ধরেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক এর এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মমতাজ বেগম, ডকুমেন্টেশন ও মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান সাকিব ।
প্রত্যেকের নিরাপদ এবং স্বাস্থ্যকর টয়লেট, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের ব্যবহার নিশ্চিত করার উপর দিবসটি ফোকাস করে। হাকালুকি হাওর অঞ্চলে বসবাসকারী জনগোষ্টীর জন্য স্যানিটেশন অতি চ্যালেঞ্জের একটি বিষয় কেননা তারা প্রতি বছরই বন্যা বা পাহাড়ি ঢল মোকাবেলা করে জীবনযাপন করতে হয়
২০২৪ সালেও তারা তিন ধাপে বন্যার মুখোমুখী হয় যা তাদের জীবনযাত্রাকে বিভিষিকাময় করে তোলে।
স্বাস্থ্যকর জীবনের শুরু হয় একটি টয়লেটে প্রবেশের মাধ্যমে, তবুও আজ বিশ্বের প্রতি ৫ জনের মধ্যে ২ জনের উন্নত স্যানিটেশনের প্রবেশাধিকার নেই। মানুষ তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার ঝুঁকিতে থাকায় একটি ব্যক্তিগত ট্যলেটের জায়গা খুঁজছেন। বিশেষ করে শিশু, কিশোর– কিশোরী, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন বেশী ঝুঁকিতে থাকে।#
Leave a Reply