এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার পৌর এলাকা থেকে অভিযান পরিচালনা করে ২ কেজি গাজা সহ ০১ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসানের নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপসারসহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে ফজলু মিয়া (৩৭), পিতা- মৃত জহুর আলী, সাং-উমরিতা, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। আটককৃতের বিরূদ্ধে কুলাউড়া থানায় মাদক মামলা রূজু করা হয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপসার জানান, মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply