এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের অপরাধে হুমায়ূন মিয়া (৫০) নামক এক ব্যক্তিকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ০২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। অভিযানে সহায়তা করেন কুলাউড়া থানা পুলিশের একটি টিম।সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হুমায়ুন মিয়া নামক ব্যাক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।#
Leave a Reply