এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ০৪ জানুয়ারি দিনব্যাপী বর্নাঢ্য র্যালী, স্মৃতিচারণমূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুলাউড়ার কৃতি সন্তান ইষ্ট কষ্ট গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে. চৌধুরী, স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়ার কৃতি সন্তান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোকাব্বির হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মো. কামরুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন ও প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ। ##
Leave a Reply