অপপ্রচারের বিরুদ্ধে রাজনগরের মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজারে ভারতীয় অবৈধ পেঁয়াজসহ অটোরিকশা জব্দ বিএনপির ৩১ দফা রূপরেখা জাতির পুনর্জাগরণের পথনির্দেশক -নাসির উদ্দিন ঢাকায় হঠাৎ তিন বাসে আগুন, ৮ স্থানে ককটেল বিস্ফোরণ  সাংবাদিক এম রাজু আহমেদ এর পিতৃবিয়োগ কুলাউড়ায় ভিডিও রেকর্ডিংয়ে রেখে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা কুলাউড়ায় বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবি আবেদ রাজার বড়লেখায় সহকারি শিক্ষকদের কর্মবিরতি : ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগ- জুড়ী দক্ষিণকে হারিয়ে জুড়ী উত্তর চ্যাম্পিয়ন বিজিবির অভিযান- আড়াই টন ভারতীয় পেঁয়াজসহ পিকআপ ভ্যান আটক বড়লেখায় পৃথক দুটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

অপপ্রচারের বিরুদ্ধে রাজনগরের মনসুরনগর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য

  • শনিবার, ৬ জুন, ২০২০

Manual1 Ad Code

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর নগর ইউনিয়ন চেয়ারম্যান মিলন বখতের বিরুদ্ধে অপপ্রচার ও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা নিয়ে তিনি এক আবেগঘণ স্ট্যাটাস দিয়েছেন তার নিজ মানে থাকা ফেসবুক আইডি থেকে।

এদিকে একটি সূত্র বলছে, দলীয় বিভাজন থাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে মামলা করা হয়েছে।

মিলন বখত তার ফেসবুকে আওয়ামী লীগের জন্য তার অবদান তুলে ধরে লিখেন, লামুয়া গ্রামে একটি সালিশি বিচারকে কেন্দ্র করে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রশ্নরাখেন ‘তিন তিনটি অপারেশন আমার শরীরের মধ্যে। গত দু মাস আগেও আমার হার্নিয়া অপারেশন হয়েছে। এ রকম অসুস্থ শরীর নিয়ে আমি কারো সাথে অশালীন আচরণ করতে পারি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রাখলাম’।

তার ফেসবুক স্টেটাসটি হুবহু তুলে ধরা হলো-

“প্রিয় মনসুরনগর ইউ‌নিয়নবাসী রাজনগরের জনগন ও মৌলভীবাজারবাসী,
আপনার‌া আমার সালাম,আদাব ও ঈদ শু‌ভেচ্ছা গ্রহণ করুন।

Manual6 Ad Code

প্রিয় এলাকাবাসী,
আজ আমার ৬০ বছর বয়সে বড় দুঃখ ভারাক্রান্ত মন নি‌য়ে আপনা‌দের দরবা‌রে উপনীত হ‌য়ে‌ছি।

Manual3 Ad Code

আপনারা জা‌নেন,আ‌মি আমার জীবনের ১৬ বছর বয়স থে‌কে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের আদ‌র্শের একজন কর্মী। আ‌শির দশক থে‌কে মামলা,হামলা নির্যাতন নিপীড়ন সহ‌্য ক‌রে জীবনের এই বেলায় একই আদর্শ বুকে নি‌য়ে মা‌টি ও মানু‌ষের টা‌নে রাজনী‌তি ক‌রি।

জীবনের যে সময়টা আমার স্ত্রী সন্তান‌কে দেবার কথা ছিল সে সময়টা আমি কতটুকু মানু‌ষের পা‌শে ছিলাম আপনারা তার সাক্ষী। আওয়ামীলীগ যতবার বি‌রো‌ধী দ‌লে ছিল প্রত্যেক‌টি আম‌লে আম‌া‌কে বহু মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে। সর্বশেষ ২০১৩ সা‌লের ১৩ ডি‌সেম্বর কাদের মোল্লার ফা‌সির রা‌য়ের দিন মৌলভীবাজার শহ‌রের পোষ্ট অ‌ফিস রো‌ডের বাসা‌টিতে আগুন দেয় সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে। আ‌মার জীপ গা‌ড়ি‌টি সম্পুর্নভা‌বে পু‌ড়ি‌য়ে দেয়‌া হয়।

দেশ আজ ক‌রোনায় আক্রান্ত। ডায়‌বে‌টিস, তিন বার অপা‌রেশ‌নের যন্ত্রনা সহ নানা দুরা‌রোগ‌্য রোগ নি‌য়েও সার্বক্ষ‌নিক আমার এলাকাবাসীর পা‌শে আ‌ছি।

Manual7 Ad Code

এই ক্রা‌ন্তিকা‌লেও এক‌টি প্রতি‌ক্রিয়‌াশীল চক্র গত ২৩ শে মে আমার ইউ‌নিয়‌নের তাহার লামুয়া গ্রা‌মের এক‌টি বিচা‌রের ঘটনাকে কেন্দ্র ক‌রে আমার বিরু‌দ্ধে ধারাবা‌হিকভা‌বে মিথ‌্যা ও ষড়যন্ত্রমুলক অপপ্রচার চালা‌চ্ছে। তিন তিনটি অপারেশন আমার শরীরের মধ্যে। গত দু মাস আগেও আমার হার্নিয়া অপারেশন হয়েছে। এ রকম অসুস্থ শরীর নিয়ে আমি কারো সাথে অশালীন আচরন করতে পারি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রাখলাম।

উপ‌রে আল্লাহ‌কে সাক্ষী রে‌খে বল‌ছি, আ‌মি আমার জীবনের এতটুকু পথচলায় কখ‌নো অন‌্যায় দুর্নীতি সন্ত্রাসের কা‌ছে মাথা নত ক‌রি নি। মিলন বখত কখ‌নো টাকা‌র কা‌ছে,সু‌বিধার জন‌্য আত্বমর্যাদা‌কে বিক্রি ক‌রে দিই‌নি।
আজ‌কে আমার বিরু‌দ্ধে যার‌া মিথ‌্যাচার চা‌লা‌চ্ছেন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় তাদেরকে বলছি, শুধু এতটুকু ম‌নে রাখ‌বেন আমিও একজন বাবা। তিনজন সন্তানের বাবা আমি।

বিগত দিনগু‌লি‌তে যেভা‌বে সব বাধা বিপ‌ত্তি,ষড়য‌ন্ত্রের জাল ভে‌ঙ্গে যেভা‌বে মনসুরনগর বাসীর ,রাজনগর বাসীর পা‌শে ছিল‌াম,জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানু‌ষের পা‌শে থ‌াকব এ অঙ্গীকার আপনাদের কা‌ছে রইল।

Manual4 Ad Code

আপনারা ভা‌লো থাক‌বেন। ইনশাল্লাহ স‌ত্যের জয় স‌ু‌নি‌শ্চিত।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code