এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে আজ ২১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহকালা (রহ.)-এর ৬৭৪তম পবিত্র ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মাজারের প্রধান মোতওয়াল্লী ও খাদেম সৈয়দ ইসমাইল আলী শাহ জানান, ৬৭৪তম মাহফিল উপলক্ষে ৩ দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া, ইফতার ও সেহরি বিতরণ করা হবে।
মাজারের সহকারী মোতওয়াল্লী খাদেম মো. আজমল আলী শাহ মাজারের সুষ্ঠু ও সুন্দর পরিবেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য আসিকান ভক্তবৃন্দ ও এলাকাবাসীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতায় সুন্দরভাবে এই মাহফিল সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#
Leave a Reply