শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় স্যানিটেশন মাস বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধনী অনুষ্ঠান ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে ‘‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’’ এই পতিপ্রাদ্য নিয়ে এ দিবসের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
জেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক জহর দরফদার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভুমি) মো: নেছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, জাকিরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার, কৃষি কর্মকর্তা, মোনালিসা সুইটি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো:: সাইফুল ইসলাম ও এনজিও সংগঠন এমসিডার নির্বাহী প্রধান মো: তহিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসএসএ/জেএইচজে
Leave a Reply