নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছনি সরকারের উদ্যোগে নামাজে নিয়মিত অংশগ্রহণ ও নৈতিকতা গঠনে উৎসাহ দিতে ১০জন কিশোরকে জায়নামাজ ও তসবিহ উপহার দেওয়া হয়েছে।
রোববার (১০ আগষ্ট) সকাল সারে দশটায় বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী নিয়মিত যোহরের নামাজ আদায় করেন তাদেরকে এ উপহার দেওয়া হয়।
এ বিষয়ে সহকারি শিক্ষক ছনি সরকার বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হবে।
স্থানীয়রা জানান, নামাজে অংশগ্রহণে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তারা ধর্মীয় মূল্যবোধ শেখার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।
পুরস্কারপ্রাপ্ত কিশোরদের চোখে-মুখে ছিল আনন্দ ও গর্বের ঝলক। এমন স্বীকৃতি তাদের আরও উৎসাহী করবে এমনটাই মনে করছেন অভিভাবকরা।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন উদ্যোগ শুধু একটি এলাকার নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসময় লুৎফর রহমান প্রামানিক, পথিন সরদার, লিপু সরদার,সাইফুল ইসলাম,ফিরোজ হোসেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক হাবিবুল্লাহ, আব্দুস সামাদ,তৌকির রহমান, জয় প্রমূখ উপস্থিত ছিলেন। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply