এইবেলা, জুড়ী: :
মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু রোববার বিকেল ও রাতে জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
গণসংযোগকালে শরীফুল হক সাজু গণসাধারনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।
জামকান্দি গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে তরুণ বিএনপি নেতা শরিফুল হক সাজু বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই। আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার জন্য আপনাদের ঘরে এসেছি। ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের পাশে সব সময় থাকতে চাই এবং জুড়ী-বড়লেখা-বাসীর উন্নয়নে কাজ করতে চাই।
গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা হাজী হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম, পশ্চিম জুড়ী ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, পূর্বজুড়ী ইউপি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুহেল আহমদ, শ্রমিকদলের সাবেক সভাপতি হিরা মিয়া, উপজেলা জাসাসের আহ্বায়ক মোতাহার হোসেন কামরুল, ছাত্রদলের সহ সভাপতি রুমন আহমদ প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply