এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু মিয়া। তিনি ৩৮ বছর ধরে মধ্যপ্রাচ্যে আগর-আতরের ব্যবসা করছেন। পাশাপাশি সমাজসেবা ও রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি এলাকার গরীব-দুখী ও মেহনতি মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু মিয়ার কর্মী-সমর্থকরা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়ন করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু মিয়া জানান, তার ইউনিয়নেই মাধবকু- জলপ্রপাতের অবস্থান। দেশের অন্যতম পর্যটন এলাকা হওয়া স্বত্ত্বেও এখানে নেই স্বাস্থ্যসম্মত কোন গণশৌচাগার। এখনও অনেক এলাকার রাস্তাঘাট জনসাধারণের চলাচলের অনুপযোগী। ইউনিয়ন বাসীর সেবার কেন্দ্রস্থল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণসহ এলাকার গুরুতর সমস্যা চিহ্নিত করে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপির পরামর্শ ও সহযোগিতা নিয়ে তিনি এসব সমস্যার সমাধান করতে চান।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply