মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার–রাজনগর উপজেলা নিয়ে (মৌলভীবাজার ০৩ আসন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুরি ভাসছেন মৌলভীবাজারবাসী।
প্রতিশ্রুতির মধ্যে রাস্তাঘাট সংস্কার,সুপেয় পানি, স্বাস্থ্যসেবা,পর্যটন ও শিক্ষায় মৌলভীবাজারকে এগিয়ে নেবো গ্রামীণ অবকাঠামোর প্রথম উন্নয়ন ধাপটাই হলো রাস্তাঘাট। এসব সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ করাই হবে তাঁর প্রথম পদক্ষেপ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাছাইয়ে তাঁকে বৈধ ঘোষণা দেওয়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান বলেন, রাস্তাঘাট উন্নয়নের পর পর্যায়ক্রমে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ অন্যান্য খাতে গুরুত্ব সহকারে উন্নয়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। শহর ও গ্রামে বিশুদ্ধ সুপেয় পানির সু-ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি মৌলভীবাজারের আড়াইশ শয্যা হাসপাতালকে আরও আধুনিকায়ন করে সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে শিক্ষার প্রসারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে সরকারিভাবে দুটি জেলা পর্যটন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে—একটি কক্সবাজার, অন্যটি মৌলভীবাজার। কিন্তু বিগত সরকার কক্সবাজারের জন্য বিশাল উন্নয়ন করলেও মৌলভীবাজারের জন্য ছিটেফোঁটা কাজও করেনি।
এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার পর্যটনের বিশাল অপার সম্ভাবনার জেলা। এখানে একটি বিমানবন্দর ও ডেডিকেটেড ট্রেন সার্ভিস প্রয়োজন। তাঁর প্রথম পদক্ষেপ হবে পর্যটন জেলা হিসেবে সমশেরনগর বিমানবন্দর চালু করানো এবং ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত একটি ডেডিকেটেড ট্রেন চালু করা। তিনি বলেন, ঢাকা–শ্রীমঙ্গল রুটে ট্রেনের টিকিট পাওয়া এখন সোনার হরিণ। তিনি নিজেও অনেক সময় টিকিট পান না। একটি ডেডিকেটেড ট্রেন চালু হলে মৌলভীবাজার জেলার মানুষ নির্বিঘ্নে টিকিট পাবে এবং এখানে সহজে আসতে পারবে।
নারীদের কল্যাণ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, নারীদের জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিনা পয়সায় ফুড ফর এডুকেশন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বদরুল আলম, পিপি আব্দুল মতিন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহদ রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।##
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply