এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলার (১২০/১৯) রায়ে ৪ আসামী খালাস পেলেন। রোববার দুপুরে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। খালাসপ্রাপ্ত আসামীরা হলেন- দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউপির কাটাজঙ্গল গ্রামের খলিলুর রহমানের ছেলে ছাদিুকুর রহমান, মৃত মাখন ঘোষের ছেলে সন্দ্বিপ ঘোষ, মৃত ভি সিংয়ের ছেলে পরেশ সিং ও মনো সিংয়ের ছেলে বিপুল সিংহ।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার ইলাম পুঞ্জির পূর্বপার্শের রিজার্ভ ফরেস্ট থেকে গাছ পাচারের অভিযোগে আসামীদের বিরুদ্ধে মাধব বনবিটের তৎকালিন বিট অফিসার শেখর রঞ্জন দাস (বর্তমান রেঞ্জ কর্মকর্তা) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত উক্ত মামলার রায়ে আসামীদের প্রত্যেককে বেখসুর খালাস প্রদান করেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত বন আইনের উক্ত মামলায় আসামীদের খালাস পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।#
Leave a Reply