এইবেলা, বড়লেখা ::
বড়লেখায় ইউএনও’র নেতৃত্বে পৌরশহরের উত্তর চৌমূহনার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জুয়াড়ীকে আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৩ সেট গাফলা ও ২৮৬০ টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
২৫ ডিসেম্বর শুক্রবার রাতে আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। ভ্রাম্যমাণ আদালতকে সর্বাত্মক সহযোগিতা করেন থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
দন্ডিতরা হচ্ছে- হাটবন্দের এমাদ হোসেন, আদিত্যের মহলের রুয়েল আবেদীন লিটন, গাজীটেকার আব্দুল জব্বার, হাটবন্দের কামরান আহমদ, জফরপুরের মাছুম আহমদ, আলাউদ্দিন, গ্রামতলার হাবিবুল্লাহ, জফরপুরের সাইদুল ইসলাম, ইমন আহমদ, শাহাজান আহমদ, আদিত্যের মহলের শিবলু আহমদ ও উত্তর চৌমুহনার মনু মিয়া।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে-নাতে ১২ জুয়াড়ীকে আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। রাতেই দন্ডিত আসামীদের কারাগারে পাঠানো হয়।#
Leave a Reply