এইবেলা বড়লেখা ::
মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে ১৫৬২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন (২৩)কে গ্রেফতার করেছে র্যাব-৯ (সিলেট)। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাব তাকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। সে ওই এলাকার মৃত মো. রমজান আলীর ছেলে। রোববার বিকেলে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেব নাথ জানান, রোববার বিকেলে পুলিশ র্যাবের সোপর্দ করা আসামী মো. রিয়াজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিনকে ১৫৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার এবং তার কাছে থাকা ইয়াবা বিক্রির ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় তার বিরুদ্ধে মামলা করেছে।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানসহ সদর কোম্পানীর একটি দল অভিযানে অংশ নেয়।#
Leave a Reply