এইবেলা, বড়লেখা ::
বড়লেখা উপজেলার উত্তরভাগ গ্রামের একটি দিনমজুর পরিবারকে গৃহ পুননির্মাণে অর্থসহায়তা প্রদান করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে। রোববার (০৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে ঘরটির পুননির্মাণ কাজ শেষ হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ।
কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সভাপতিত্বে ও শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রভাষক এম.এ হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রতিনিধি শিক্ষক শামীম আহমদ, ব্যবসায়ী কামরুল ইসলাম, ব্লাড ডনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক নাজিম উদ্দিন, রাসেল আহমদ, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাজু, সদস্য কাওসার মির্জা রনি, সাব্বির আবির, মুর্শেদ আহমদ প্রমুখ।
কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন জানান, দিনমজুর আব্দুল হান্নান অর্থাভাবে বসতঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি আমরা বড়লেখা ফাউন্ডেশন ইউ,কের দায়িত্বশীলদের জানাই। এরপরই তারা ঘরটি পুননির্মাণে যাবতীয় খরচ প্রদান করেন। পাশাপাশি বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে ঘর নির্মাণ করে দিবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply