এইবেলা, বড়লেখা ::
বড়লেখায় মদ পান করে প্রকাশ্যে মাতলামির দায়ে পাঁচজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
দ-প্রাপ্ত ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা রান্টু দেব (৩৫), সাইদুৃল ইসলাম (৩০), কবির আহমদ (২৮), মুহিবুর রহমান (২৮) ও সুব্রত দাস (৩২)।
জানা গেছে, স্থানীয় একটি চা বাগান থেকে মদ পান করে দন্ডপ্রাপ্ত মদ্যপায়ীরা উপজেলার দক্ষিণভাগ বাজারে মাতলামি করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয়ভাবে খবর পেয়ে পুলিশের চেকপোস্ট এলাকায় দেশীয় চোলাই মদসহ মাতলামী অবস্থায় তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেক ৩ মাসের বিনাশ্রম কারাদ-ের রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহায়তা করেন থানার এসআই নজরুল ইসলাম, এসআই সাঈদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। নিয়মিত এধরণের অভিযান চলবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply