এইবেলা, বড়লেখা ::
বড়লেখায় সোমবার ২২ ফেব্রুয়ারি দুপুরে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে জাকির হোসেন জুমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
ক্রিকেট একাডেমি বড়লেখা আয়োজিত উক্ত টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার ১৬টি ক্রিকটে দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে শুকতারা বিয়ানীবাজার ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে ওয়ারিয়র্স ক্রিকেট বড়লেখা জয়লাভ করেছে।
ক্রিকেট একাডেমি বড়লেখার সভাপতি হারুনুর রশীদ বাদশার সভাপতিত্বে ও তরুণ ধারা ভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সিপিএ’র সাবেক সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, কোয়াবের সভাপতি ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।#
Leave a Reply