বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’এই স্লোগানে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার ১৮ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দাসেরবাজার কমর উদ্দিন, প্রধান শিক্ষক বদরুল হোসেন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
এসময় সূচনার ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিন, নিজাম উদ্দিন, জিসিডিও অসিম চন্দ্র, ফিল্ড সুপারভাইজার সালাউদ্দিন উপস্থিত ছিলেন।#
Leave a Reply