বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিনকে জড়িয়ে দুইটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। এসব কটুক্তিমুলক বাজে মন্তব্যের বিরুদ্ধে শনিবার বিকেলে তিনি থানায় সাধারণ ডায়রি করেছেন (নং-১০১৫)।
জিডিতে উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন উল্লেখ করেন, শনিবার ভোরবেলা নিজের ফেসবুক আইডি অন করে তিনি দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী ও স্থানীয় একজন সাংবাদিকের ছবি ব্যবহার করে ‘বড়লেখার খবর’ ও ‘বিয়ানীবাজার বড়লেখা বার্তা’ নামক ফেসবুক আইডি হতে তার ও অজ্ঞাতনামা এক চোরাকারবারির ছবি পোস্ট করা হয়েছে। নানা অপিত্তিকর মন্তব্য লিখে বিভিন্ন অবৈধ ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত বলে মিথ্যাচার করা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন জানান, তার রাজনৈতিক প্রতিপক্ষরা আজেবাজে কটুক্তিমুলক লেখা পোষ্টগুলো লাইক/শেয়ার দিচ্ছে। এতে তার মান সম্মানের ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে আরো খারাপ ও বিশ্রী মন্তব্য লিখে ফেসবুকে ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক ক্ষতি সাধনের অপচেষ্টা চালাতে পারে। এজন্য আইনগত ব্যবস্থা নিতে তিনি থানায় জিডি করেছেন।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, প্রযুক্তির সাহায্যে আইডিগুলো সনাক্তের চেষ্টা চলছে। সনাক্তের পরই দুষ্টচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
Leave a Reply