বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং ১১৯১৫৯৩) পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার বিকেলে মানবিক উপহার স্বরূপ বড়লেখা উপজেলার ২৫০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী (ফুড প্যাক) বিতরণ করেছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রবাসীরা অসামান্য অবদান রেখে চলেছেন। তারা সবসময়ই মানবিক সহায়তা নিয়ে দেশের হতদরিদ্র ও অসহায় মানুষের পার্শে দাঁড়াচ্ছেন।
বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র বাংলাদেশ প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু ও শিমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, চ্যানেল ‘এস’ ইউ,কে’র হেড অব নিউজ (মৌলভীবাজার) খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র প্রধান সমন্বয়কারী ও প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন, পৌর কাউন্সিলার কবির আহমদ প্রমুখ।#
Leave a Reply