বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখার শারিরীক প্রতিবন্দ্বি তাজ উদ্দিনের বাড়ি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল পাঁচপাড়া গ্রামে। করোনা সংকট পরিস্থিতিতে তিনি অসহায় হয়ে পড়েন। খেয়ে না খেয়ে কোনোমতে দিন কাটছিল তার। লোকজনের কাছে জানতে পারেন, ৩৩৩ নম্বরে কল করলে সরকারি খাদ্য সহায়তা পাওয়া যাবে। ফোন দেন ৩৩৩ নম্বরে। সেখান থেকে কল আসে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের কাছে।
এরপর তাকে অবাক করে দিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দেন ইউএনও মো. শামীম আল ইমরানের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার বাড়িতে এক প্যাকেট খাবার পৌঁছে দেওয়ায় হয়। খাবারের প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ভোজ্যতেল, ১ কেজি লবন ও ১টি সাবান।#
Leave a Reply