বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখার হাকালুকি পারের কানুনগো বাজারে সরকারী খালের ভুমি দখল করে রাতের আঁধারে স্থানীয় প্রভাবশালীরা ৩টি দোকান ঘর নির্মাণ করেছিল। কিন্ত তাদের শেষ রক্ষা হয়নি, খবর পেয়ে পুলিশ নিয়ে অবৈধভাবে নির্মিত দোকান ঘরগুলো উচ্ছেদ করলেন সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা। স্থানীয় প্রভাবশালীরা সরকারী খালের ভুমি দখল করে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করায় দীর্ঘদিন ধরে খালের পানি নিষ্কাষনে মারাত্মক ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের কানুনগো বাজারের পাশ দিয়ে সোনাই নদীর শাখা নদী মরা সোনাই খাল প্রবাহমান। স্থানীয় প্রভাবশালীলা খালের ভুমি দখল করে কয়েকটি দোকান ঘর নির্মাণ করায় খালের পানি নিষ্কাষনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্ষায় দেকা দেয় মারাত্মক জলাবদ্ধতা। এরই মাঝে শুক্রবার ও শনিবার রাতের আঁধারে স্থানীয় প্রভাবশালী আবু বক্কর, নাসির মিয়া, সামস উদ্দিন, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম আরো ৪ টি অবৈধ দোকান ঘর নির্মাণ করেছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা সোমবার বিকেলে পুলিশ ও ভুমি কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এসময় তিনি রাতের আধারে নির্মিত ৩টি দোকানঘর গুড়িয়ে দেন। ১টি দোকানঘর নির্মাণকারী ভুমি নিয়ে আদালতে মামলা চলমান বলায় মঙ্গলবার কাগজপত্র নিয়ে তাকে উপজেলা ভুমি অফিসে শুনানীতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা জানান, রাতের আঁধারে সরকারী খালের ভুমি দখল করে দোকান ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ৩টি দোকান ঘর উচ্ছেদ করেছেন। অন্যান্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।#
Leave a Reply