বডলেখা প্রতিনিধি ::
বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউপির আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও সন্ত্রাসীদের বনাখালাপুঞ্জির পানজুম দখলের ঘটনায় বড়লেখায় সন্ত্রাসীদের পান জুম দখল ও পানগাছ কর্তনে ক্ষতিগ্রস্ত খাসিয়াদের অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসহায়তা পাশে দাঁড়িয়েছে সমাজসেবী সংগঠন অমর্ত্য ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশনের উদ্যোগে দু’টি পুঞ্জির ৪৮ পরিবারের মধ্যে জরুরী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথ, আগারপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) সুখমন আমসে, একাত্তর টিভির প্রতিনিধি এ.জে লাভলু, নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন কুলাউড়ার অর্থ সম্পাদক প্রতাপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আগারপুঞ্জির পানজুমের সহস্রাধিক পানগাছ কর্তন ও বনাখালাপুঞ্জির পানজুম দখলের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে অমর্ত্য ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কুলাউড়ার অষ্ট্রেলিয়া প্রবাসী সিনিয়র সাংবাদিক ফজলুল বারীর দৃষ্টিগোচর হয়। মানবিক কারণে তিনি ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে অমর্ত্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দু’টি পুঞ্জির ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মধ্যে শুক্রবার দুপুরে জরুরী খাদ্যসহায়তা পৌছে দেয়া হয়েছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply