বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখা থানা পুলিশ রোববার বিকেলে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শোয়েব আহমদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে জুড়ী উপজেলার পূর্ব-বটুলী গ্রামের শফিকুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে সে কুলাউড়া থানার পিছনে শ্বশুর খোকন আহমদের বাসায় ঘরজামাই থেকে মাদক ব্যবসা চালাচ্ছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় থানার এসএসআই আতাউর রহমান ও এসএসআই পিযুষ কান্তি দাস রোববার বিকেলে উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়র সংলগ্ন এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শোয়েব আহমদকে আটক করেন।
ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।#
Leave a Reply