কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে পিকআপ : নিহত-১ আহত-৯ কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে পিকআপ : নিহত-১ আহত-৯ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় তৃতীয় বারের মত জামায়াতের আমীর এমাদুল ইসলাম কুড়িগ্রাম ১১ দফা দাবীতে ডিএমএফ ও ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন নিটারে রাত পোহালেই হলফেস্ট চলছে প্রস্তুতি কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুলাউড়া জাতীয়তাবাদী পৌর শ্রমিকদলের সভাপতি খোকন সম্পাদক সাহাব উদ্দিন কুলাউড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন বড়লেখায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জুয়েল রিমান্ডে জুড়ী বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়- মামলার তথ্য গোপন করে প্রধান শিক্ষকের এমপিও ভূক্তির আবেদন! কুলাউড়ায় প্রবাসীর বসতঘরে বিদ্যুতের মিটার খুলে নিলো পল্লীবিদ্যুৎ

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে পিকআপ : নিহত-১ আহত-৯

  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

কমলগঞ্জ প্রতিনিধি ::

পিকআপ চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র পিকআপটি চা দোকানের বারান্দায় উঠে চাপা দিলে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আর ৯ জন। মঙ্গলবার বিকাল ৫ টায় মৌলভীবাজাররে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিৎলিয়া আমতলা এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দূর্ঘটনা কবলিত মহেন্দ্র পিকআপটি উদ্ধার করে থানায় জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সূত্রে জানা যায়, চিতলীয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সায়াদ মিয়া একটি পিক নিয়ে গ্রাম্য রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন। চিৎলিয়া আমতলা বাজার এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জনৈক তাজর মিয়ার চায়ের দোকানে প্রবেশ করে। এসময় চায়ের দোকানের বারন্দায় বসা জায়ফর মিয়া (৭৫) পিকআপের চাকায় চাপা পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সূচনীয় দেখে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে যাবার পথে সন্ধ্যায় জায়ফর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় শামছু মিয়া (৪৮), জুম্মান মিয়া (১৮) ও আলাল মিয়া (৪০)সহ আরও ৯ জন আহত হয়েছেন।

আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে জব্দ করেন। ঘটনার পর থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সায়াদ মিয়া পলাতক রয়েছেন।

এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি জব্দ করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আর লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews